বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পূজার আলোকসজ্জা থেকে বিদ্যুতায়িত হয়ে ৩ মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ অক্টোবর, ২০২১ ১২:১১

স্থানীয়দের বরাতে ওসি শহিদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের আশপাশে আলোকসজ্জা করা হয়েছে। সোমবার সকালে ক্ষিতিশ মাহাতোর বাড়ির উঠানে কাপড় শুকানোর জিআই তার আলোজসজ্জার লাইনের মাধ্যমে কোনোভাবে বিদ্যুতায়িত হয়।

বগুড়ার শেরপুরে উঠানের বিদ্যুতায়িত তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

স্থানীয়রা জানান, পাশের পূজা মণ্ডপের আলোকসজ্জার তার থেকে বিদ্যুতায়িত হয় উঠানের ওই জিআই তারটি।

উপজেলার বিশালপুর ইউনিয়িনের চুরকুতা গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন গুদু মাহাতো, পলাশ মাহাতো এবং ক্ষিতিশ চন্দ্র মাহাতো। আহত হয়েছেন গুদু মাহাতোর ছেলে রুবেল মাহাতো।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুরকুটা গ্রামের পূজা মণ্ডপের আশপাশে আলোকসজ্জা করা হয়েছে। সোমবার সকালে ক্ষিতিশ মাহাতোর বাড়ির উঠানে কাপড় শুকানোর জিআই তার আলোজসজ্জার লাইনের মাধ্যমে কোনোভাবে বিদ্যুতায়িত হয়।

বিষয়টি না জেনেই ওই তারে গুদু ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গেলে অন্য তিনজন বিদ্যুতস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎতে প্রধান সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে গ্রামবাসী।

ওসি শহিদুল ইসলাম জানান, আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রুবেলের চিকিৎসা চলছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হন্তান্তর করা হয়েছে, থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর