নীলফামারীতে শ্বশুরবাড়ি গিয়ে তিস্তা নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হয়েছেন একজন।
ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি এলাকায় তিস্তা নদীতে রোববার দুপুরে মাছ ধরতে গিয়ে ডুবে যান জামাতা আজহারুল ইসলাম। পেশায় রিকশাচালক আজহারুলের বাড়ি উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শঠিবাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, আজহারুল টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকার আলতাফ হোসেনের জামাতা। রোববার স্ত্রীর দুই ভাইকে নিয়ে তিস্তা নদীর বার্ণির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে তীব্র স্রোতের মুখে পড়েন। ওই সময় স্ত্রীর দুই ভাই নদী থেকে উঠে আসতে পারলেও নিখোঁজ হন আজহারুল।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ময়নুল হক জানান, স্থানীয়ভাবে তাকে খোঁজার চেষ্টা করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া না যাওয়ায় ডিমলা ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।