কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন।
সৈকতের হোটেল সি-গাল পয়েন্ট থেকে রোববার বেলা ৩টার দিকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ সাইফুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুবুল আলম।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউজবাংলাকে জানান, রোববার দুপুরে ২০ জনের একটি দল চকরিয়া থেকে কক্সবাজার সৈকতে গোসলে নামে। তারা সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ করে।
পরে বিকেলে সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নামে ছয়জন। একপর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে যান।
এ সময় খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
গত দেড় মাসে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ গেছে পর্যটকসহ ছয়জনের। পানিতে ডুবে আহত হয়েছেন অর্ধশত।