দীর্ঘ ১৭ বছর পর দেশের বিভিন্ন টেকনিক্যাল স্কুল ও কলেজের ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি থেকে রোববার এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয় জানায়, ১৭ বছর পর যাদের চাকরি স্থায়ী করা হয়েছে তারা একটি প্রকল্পে কর্মরত ছিলেন। এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স প্রবর্তনের জন্য ১৩টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে এ প্রকল্প নেয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এ খাতে শিক্ষকসংকট পূরণ করতে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ৪ হাজার ২৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট পূরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭৮৬ জনের চাকরি স্থায়ী করা হয়।