বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোমোবাইলে জাপানি বিনিয়োগ চেয়েছে ‘ঢাকা চেম্বার’

  •    
  • ১০ অক্টোবর, ২০২১ ১৯:৪৯

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে যৌথ গবেষণা কার্যক্রম এবং এ জন্য বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করতে ঢাকা চেম্বারকেও আহবান জানান জাপানি রাষ্ট্রদূত।

দেশে অটোমোবাইল খাতের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে এতে বিনিয়োগের জন্য জাপানি উদ্যোক্তাদের আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ তথা ‘ডিসিসিআই’।

রোববার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।

সাক্ষাতে জাপান-বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ঢাকা চেম্বারের সভাপতি জানান, করোনায় বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব থাকায় জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল আগের বছরের তুলনায় কিছুটা কম।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ফলে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।’

রিজওয়ান রহমান বলেন, ‘বর্তমানে ৩২১টি জাপানি কোম্পানি বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশে এই কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৯৭ মিলিয়ন ডলার। বিনিয়োগের পরিমাণ ক্রমশ বাড়ছে।’

ডিসিসিআই সভাপতি জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতের পণ্যই সবচেয়ে বেশি রাপ্তানি হয় জাপানে। এ অবস্থায় দেশটিতে বাংলাদেশি পণ্য রাপ্তানি আরও বাড়াতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা চেম্বারের সভাপতি আরও জানান, ডিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী ২৬ অক্টোবর থেকে সাত দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেষ্টমেন্ট সামিট’-এর আয়োজন করেছে। এতে পাঁচটি জাপানি কোম্পানি অংশ নেবে।

সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।’

এ জন্য বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদ জানান নায়োকি। এ ছাড়া ভ্যাকসিন কার্যক্রমে জাপানের সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও প্রদান করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘আগামী বছরের শেষ নাগাদ ঢাকার অদূরে আড়াইহাজারে ‘জাপান অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের কাজ শেষ হলে জাপানি বিনিয়োগ উল্লেখজনক বৃদ্ধি পাবে।

তিনি জানান, জাপান ভিত্তিক মটর কোম্পানি মিতসুবিশি সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে সম্ভাব্যতা জরিপ চালিয়েছে।

তিনি আশা করছেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশে নিজেদের কারখানা স্থাপনে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে।

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে তিনি কাস্টমস ক্লিয়ারেন্স, পণ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়ার সহজীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে যৌথ গবেষণা কার্যক্রম এবং এ জন্য বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করতে ঢাকা চেম্বারকেও আহবান জানান জাপানি রাষ্ট্রদূত।

সাক্ষাতের সময় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শিরাহাতা কাসুমি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর