চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি রোববার দুপুরে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি জানান, শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে শুরু হবে সশরীরে পাঠদান।
অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘ক্লাস খোলার বিষয়ে আগে একাধিকবার সভা হয়েছিল। পরে ১৯ অক্টোবর সশরীরে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। ক্লাসে আসতে হলে সব শিক্ষার্থীকে কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে।’
তিনি জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে শাটল ট্রেন চলবে। ১৮ অক্টোবর থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
করোনা মহামারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে অনলাইনে পাঠদান ও সশীরের পরীক্ষা কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়ে।