প্রশাসনকে বেঁধে দেয়া সময়ের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এবার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে রোববার বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলনে চার দিনের কর্মসূচি ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদের মহাসচিব আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘আমরা পাঁচ দফা দাবি আদায়ে প্রশাসনকে পাঁচ দিন সময় দিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের দাবি না মানায় ১৮ অক্টোবর থেকে চার দিনের আন্দোলনে যাচ্ছি আমরা।’
কর্মসূচিতে আছে ১৮ অক্টোবর সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়, ১৯ অক্টোবর মানববন্ধন, ২১ অক্টোবর দুই ঘণ্টা কর্মবিরতি ও ২৪ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
তাদের দাবিগুলো হলো- প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, কর্মকর্তাদের ‘ডিউ ডেইট’ সুবিধা ফের চালু করা, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজন করে সময়োপযোগী করা, ওয়ারিশসূত্রে চাকরি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, যুগ্ম আহ্বায়ক ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানীসহ উপস্থিত ছিলেন অনেকে।