বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেজুরগাছে যুবকের ঝুলন্ত দেহ

  •    
  • ১০ অক্টোবর, ২০২১ ১৭:১৫

ভাঙ্গা থানার পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, আরিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ফরিদপুরের ভাঙ্গায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা আড়াইটার দিকে আরিফ শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরিফের বাড়ি উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামে।

আরিফের চাচা আজিজুল শেখ জানান, তার ভাতিজা কিছুদিন ধরে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। শনিবার বিকেলে শ্বশুরবাড়ির পাশে হামিরদী ইউনিয়নের মুনসারাবাদ বাজারে ওষুধ কিনতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি।

রোববার সকালে এলাকাবাসী মাঠের মধ্যে খেজুরগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তার মরদেহ পুলিশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, আরিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর