বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিস্ফোরক মামলায় জামিন নাকচ মামুনুলের

  •    
  • ১০ অক্টোবর, ২০২১ ১৬:৫৩

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ বলেন, ‘রোববার বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। বিচারকাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্য গ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ঘোষণা করা হয়েছে।’

হেফাজত নেতা মামুনুল হ‌কের জা‌মিন আবেদন না দিয়ে কারাগা‌রে পাঠিয়েছে আদালত।

কারাগার থে‌কে খুলনা অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ এসএম আ‌শিকুর রহমা‌নের আদাল‌তে আনা হয় মামুনুল হক‌কে।

এর আ‌গে শুক্রবার বি‌কেল ৫টার দিকে কা‌শিমপুর কারাগার থে‌কে পু‌লিশি পাহারায় খুলনা জেলা কারাগা‌রে আনা হয় তা‌কে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাডাঙ্গা থানায় করা বি‌স্ফোরক মামলায় রোববার সাক্ষ্য গ্রহ‌ণের দিন ঠিক করা হয়েছে। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ বলেন, ‘রোববার বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। বিচারকাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্য গ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ঘোষণা করা হয়েছে।’

আসামিপ‌ক্ষের আইনজীবী লস্কর শাহ আলম আদাল‌তে জা‌মি‌নের আ‌বেদন ক‌রেন। আদালত মামলার গুরুত্ব বি‌বেচনা ক‌রে জামিন না দিয়ে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন।

২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলি‌শের ওপ‌রে হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ ফেব্রুয়া‌রি সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা ক‌রেন সে সময়ের এসআই আলমগীর কবীর।

এরপর এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে চার্জশিট দেন। আদাল‌তের কার্যক্রম শে‌ষে মামুনুল হককে ফের ঢাকায় কারাগারে নেয়া হ‌বে।

এ বিভাগের আরো খবর