ভারত থেকে দেশে আসার পথে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত এক আসামি। ভুয়া প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ করে তিনি ভারত পালিয়ে গিয়েছিলেন বলে জানায় পুলিশ।
আসামির নাম আমিনুল ইসলাম। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার রানিনগর গ্রামে।
দর্শনা চেকপোস্ট থেকে শনিবার সন্ধ্যায় আমিনুলকে গ্রেপ্তারের পর রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্তান্তর করেছে দর্শনা থানা পুলিশ।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর।
তিনি জানান, ভুয়া কোম্পানি খুলে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
এরপর ১৯ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতে পালান আমিনুল। শনিবার সন্ধ্যায় দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে মামলার তথ্য পায়। তাকে সেখানেই গ্রেপ্তার করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, আমিনুলকে চেকপোস্টের ৫ নম্বর কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।