বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নি‌ষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকা‌র; ৩২ জে‌লের সাজা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ অক্টোবর, ২০২১ ১১:২৫

উপ‌জেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস ইব‌নে র‌হিম ব‌লেন, ‘নি‌ষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটকদের কারাগা‌রে পাঠা‌নো হয়েছে। একই সময় ইলিশ ক্রয়ের অপরাধে তিন নারী ক্রেতাকে জরিমানা করা হয়েছে।’

মাদারীপুরে নি‌ষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকা‌রের দায়ে ৩২ জে‌লে‌কে এক বছর করে কারাদন্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ইলিশ ক্রয়ের অপরাধে তিন নারী ক্রেতাকে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ২৩ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও ১৬ কে‌জি মা ইলিশ জব্দ করা হয়।

শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জেস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান শ‌নিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। এর আগে পদ্মা নদীর বি‌ভিন্ন স্থানে শুক্রবার রাত থে‌কে শ‌নিবার দুপুর পর্যন্ত অভিযান চা‌লি‌য়ে ৩২ জে‌লে‌কে আটক করা হয়।

উপ‌জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শিবচ‌রের পদ্মা নদীতে মা ইলিশ ধরা হচ্ছে এমন খবরে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস ইবনে রহিমসহ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জেস্ট্রেট ওই এলাকায় অভিযা‌ন পরিচালনা করেন।

উপ‌জেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস ইব‌নে র‌হিম ব‌লেন, ‘নি‌ষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটকদের কারাগা‌রে পাঠা‌নো হয়েছে। মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নিয়‌মিত অভিযান চালানো হচ্ছে।’

এ বিভাগের আরো খবর