যশোরের ঝিকরগাছায় বোমা বিস্ফোরণে ইউপি সদস্য নিহতের ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ।
এতে ঝিকরগাছার বরুনহাল গ্রামের সাইফুল ইসলাম সাগরকে অভিযুক্ত করা হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতে শনিবার বেলা ২টার দিকে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলাম নিউজবাংলাকে জানান, সাগর আদালতে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তার দেয়া জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাই করে তাকে অভিযুক্ত করা হয়েছে।
- আরও পড়ুন: যশোরে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু
অভিযোগপত্রে বলা হয়েছে, সাগর ঢাকায় মুহুরির কাজ করতেন। করোনাভাইরাস মহামারিতে লকডাউনের সময় তিনি বাড়ি চলে আসেন।
গত ৯ মে ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমুল আলম লিটন ও সাগর পাঁচপোতা গ্রামের রফিক মেম্বারের পরিত্যক্ত টিনের ঘরে বোমা তৈরি করছিলেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পালিয়ে যান সাগর।
গুরুতর আহত লিটনকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
- আরও পড়ুন: বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
ঘটনার পর হাজিরবাগের আওয়ামী লীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি স্বপন খান নিউজবাংলাকে জানিয়েছিলেন, লিটন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিভিন্ন সময় প্রতিপক্ষদের বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিতেন।
বাঁকড়া তদন্ত কেন্দ্রের এসআই কাজী সাহিদুজ্জামান নিহত লিটন ও সাগরকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন। ২১ জুন সাগরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।