বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পা পিছলে পুকুরে পড়ে’ প্রাণ হারাল শিশু

  •    
  • ৯ অক্টোবর, ২০২১ ২১:৫৩

আয়েশার চাচা আবুল হোসেন জানান, আয়েশা বিকেলে বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে যাচ্ছিল। পাড়ের এক জায়গা পানিতে ডুবে যাওয়ায় সেখানে গাছের গুঁড়ি ফেলা ছিল। ওই গুঁড়ির ওপর দিয়ে যাওয়ার সময়ই হয়তো সে পা পিছলে পুকুরে পড়ে গেছে।

ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামে শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত পাঁচ বছর বয়সী আয়েশা ভ্যানচালক সাইফার শেখের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।

আয়েশার চাচা আবুল হোসেন জানান, আয়েশা বিকেলে বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে যাচ্ছিল। পাড়ের এক জায়গা পানিতে ডুবে যাওয়ায় সেখানে গাছের গুঁড়ি ফেলা ছিল। ওই গুঁড়ির ওপর দিয়ে যাওয়ার সময়ই হয়তো আয়েশা পা পিছলে পুকুরে পড়ে গেছে।

অনেকক্ষণ তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান দেহ পাওয়া যায়। তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

এ বিভাগের আরো খবর