যশোরের অভয়নগরে বাবাকে কর্মস্থলে পৌঁছে দিয়ে ফেরার সময় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলসের পাশের রেলক্রসিংয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ১৬ বছর বয়সী মো. জিসানের বাড়ি নওয়াপাড়ায়। সে পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
তার বাবা আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা জাহানারা বেগম উপজেলার পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘জিসান মোটরসাইকেল চালিয়ে ওই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ট্রেন তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাত শারমিন দীপ্তি জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়।
জিসানের চাচা মহিদুল ইসলাম নিউজবাংলাকে জানান, সকালে সে তার বাবাকে মোটরসাইকেলে কর্মস্থলে পৌঁছে দেয়। সেখান থেকে ফেরার পথেই তার মৃত্যু হয়।
এসআই তরিকুল ইসলাম বলেন, ‘যশোর জেনারেল হাসপাতালে জিসানের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।’