বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযাগমাধ্যমে যারা দেশের বদনাম রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ বিষয়ে ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছেন, তা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।’
প্রবাসে থাকা অনেক বাংলাদেশিই সরকারের সমালোচনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করেন। এ নিয়ে মাঝে মাঝেই বিব্রতকর অবস্থায় পড়ে সরকার। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের নেতারা ক্ষোভও প্রকাশ করেছেন।
সবশেষ গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিদেশে বসে দেশের নামে কুৎসা রটানো সাংবাদিকদের হুঁশিয়ার করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার নামে নষ্টামি ভণ্ডামি করবা, এটা মেনে নেয়া হবে না। আমরা সব আইন করে দেব ইনশাল্লাহ। গণমাধ্যম আইন, সম্প্রচার আইন সব করেছি।
‘এই যে ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, একটু সিঙ্গাপুর যান। সেখানে গিয়ে দেখেন ফ্রিডম কেমন। একটু আমেরিকা যান, বলেন সেখানে। বাংলাদেশে এই ফ্রিডম অফ স্পিচ জাতির পিতা দিয়েছেন। বাংলাদেশের ফ্রিডম জাতির পিতা এনেছেন। অন্য কেউ বাঁশি ফুঁ দিয়ে আনে নাই। আমরা বাংলাদেশ করুণা দিয়ে নয়, রক্ত দিয়ে এনেছি।’
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ বাহিনী সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক ঐতিহ্য রয়েছে। পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে, যা বলে শেষ করার নয়।
‘আজকে জনগণের কিছু প্রয়োজন, সেখানে উপস্থিত দেখবেন আমাদের পুলিশ বাহিনী। জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস দমন বলেন, পুলিশ বাহিনী তার সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে।’
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ কমিশনার এসএমপি নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।
পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।