হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাকে মারধরের অভিযোগে ছেলেকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন শুক্রবার রাত ১০টায় এ দণ্ডাদেশ দেন। শনিবার সকালে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
দণ্ডাদেশ পাওয়া ২০ বছর বয়সী মিশন মিয়ার বাড়ি উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামে।
স্থানীয়রা জানান, বাবা বেঁচে নেই, কাঁথা সেলাই করে সংসার চালান মা। অথচ ঘরে স্ত্রী রেখে কিছুই করেন না ছেলে। উল্টো সংসারের প্রয়োজনে টাকাপয়সার জন্য মাকে মারধর করেন। ভাঙচুর করেন ঘরের জিনিসপত্র। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে ওই ছেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও শেখ মহি উদ্দিন জানান, মিশন মিয়া প্রায় সময় টাকার জন্য তার মাকে মারধর করতেন। এর আগেও তার মা অভিযোগ দিয়েছিলেন। শুক্রবার রাতে আবারও টাকার জন্য পাইপ দিয়ে মাকে মারধর করেন মিশন। একপর্যায়ে দা নিয়ে মাকে আক্রমণ করলে স্থানীয়রা তাকে বাধা দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিশনকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।