চাঁদপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজারের (অস্ত্রোপচার) সময় এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মৃত্যু। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
শহরের উকিলপাড়া এলাকার চাঁদপুর আল-আমিন হাসপাতাল হাসপাতালে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ‘প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। আমাদেরকে অনেক পরে জানানো হলেও পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। আমরা রাত পর্যন্ত হাসপাতালে অবস্থান করেছিলাম।’
মৃত রাহিমা সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী।
মনির হোসেন জানান, তার স্ত্রী রাহিমা প্রায় দুই বছর ধরে ডাক্তার শামসুন্নাহার তানিয়ার তত্ত্বাবধানে ছিলেন। চিকিৎসকের কথা অনুযায়ী গত ৭ অক্টোবর সন্ধ্যায় রাহিমাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে সিজারের জন্য রাহিমাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়।
এ সময় তার সিজার করেন গাইনি বিভাগের শামসুন্নাহার তানিয়া। সঙ্গে ছিলেন অ্যানেসথেসিয়ান জাহাঙ্গীর হোসেন।
তিনি আরও জনান, সিজারের পর একটি কন্যা সন্তান জন্ম হওয়ার খবর জানানো হয়। তবে প্রায় এক ঘণ্টা পার হলেও তার স্ত্রী ব্যাপারে কিছু বলছিলেন না তারা। পরে জোর করে অস্ত্রোপচার কক্ষে গেলে জানানো হয় তার স্ত্রী মারা গেছেন।
এ ব্যাপারে চিকিৎসক শামসুন্নাহার তানিয়ার মোবাইলফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
রাহিমার বাবা জয়নাল গাজী জানান, চার বছর আগে পারিবারিকভাবে মনির হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
পুলিশ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘প্রথম দিকে ওই নারীর পরিবার ভুল চিকিৎসার অভিযোগ করলেও শুক্রবার রাত ১১টার দিকে মরদেহ বাড়ি নিয়ে গেছে। মনে হচ্ছে তারা মীমাংসা করেছেন। অভিযোগ পেলে এ বিষয়ে পদক্ষেপ নেব।’