দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে ট্রাকের জট।
ঘাটে গিয়ে দেখা যায়, শনিবার দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দিকে প্রায় তিন কিলোমিটার অংশে কাঁচামালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি।
তবে বাস এবং ব্যক্তিগত গাড়ির কোনো লাইন ছিল না। ওই যানগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।
ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ জট থাকায় পারাপারের অপেক্ষায় থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ট্রাকচালকরা। দীর্ঘ সময় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থেকে গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেক চালক।
অন্যদিকে দৌলতদিয়া ঘাট থেকে ২৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে রয়েছে আরো ২ কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাকের সারি।
গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকচালকরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নদী পারাপারে অপেক্ষারত ট্রাকের সংখ্যাও। ফেরিঘাট এলাকায় হোটেল-শৌচাগার থাকলেও এ এলাকায় সেগুলোর ব্যবস্থা নেই। দীর্ঘ সময় ধরে ফেরি পারের অপেক্ষায় আছেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন (বাণিজ্য) নিউজবাংলাকে বলেন, শিহাব উদ্দিন (বাণিজ্য) নিউজবাংলাকে বলেন, ‘ঘাটে এখন পর্যাপ্ত ফেরি রয়েছে। তবে ফেরির তুলনায় ঘাটসংখ্যা কম থাকার কারণে ফেরিঘাটে ভিড়তে সময় লাগছে।
‘পারের অপেক্ষায় কিছু ট্রাক ও কাভার্ড ভ্যানের সিরিয়াল আছে। আমরা অগ্রাধিকার দিয়ে পচনশীল পণ্যবাহী ট্রাক পার করছি।’