৭২ বছর বয়সী আখতার বানু ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মা আখতার বানু মারা গেছেন।
রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
৭২ বছর বয়সী আখতার বানু ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।
তিনি জানান, শনিবার বাদ জোহর রংপুর সালেমা উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
হাবিব উন নবী খান সোহেলের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে রংপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।