বহির্বিশ্বে বাংলাদেশের পতাকাবাহী সর্বাধিকসংখ্যক জাহাজের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের ঝুলিতে এবার সাহসিকতা ও অধিগ্রহণের স্বীকৃতি দুটি মেরিটাইম অ্যাওয়ার্ড।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। তবে শুক্রবার সন্ধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমে জানায় এসআর শিপিং কর্তৃপক্ষ।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে এসআর শিপিংয়ের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ মেহেরুল করিম। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদসহ সংশ্লিষ্টরা।
গভীর সমুদ্র থেকে এক ভারতীয় জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধারের জন্য সমুদ্রে সাহসিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এমভি জাওয়াদের ক্যাপ্টেন এস এম নাছির উদ্দিন ও ক্রুদের এবং আন্তর্জাতিক সমুদ্র রুটে জাহাজ অধিগ্রহণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড দেয়া হয় এসআর শিপিং লিমিটেডকে।
এ প্রসঙ্গে কোম্পানির সিইও মোহাম্মদ মেহেরুল করিম বলেন, ‘আমরা আমাদের কাজের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবার দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি। চ্যালেঞ্জিং এ কাজের স্বীকৃতি আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায়, আমাদের এমন যাবতীয় কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘এসআর শিপিং মূলত দেশি নাবিক ও ক্রু দ্বারা পরিচালিত। বর্তমানে সর্বাধিকসংখ্যক বাংলাদেশি পতাকাবাহী মাদার ভ্যাসেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এসআর শিপিং। এতে প্রতিষ্ঠানে মেরিন একাডেমি থেকে পাস করা শিক্ষার্থীরা যেমন বেকারত্বের হাত থেকে রেহাই পাচ্ছে, তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। প্রতিষ্ঠানটি অবদান রাখছে জাতীয় অর্থনীতিতেও।’