বাগেরহাট শহরে সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম মনোজ নামের এক ঠিকাদার আহত হয়েছেন।
শহরের পশ্চিম হাড়িখালী এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঠিকাদার সিরাজুল শহরতলির কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান।
সিরাজুলের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার পর সিরাজুল পশ্চিম হাড়িখালী এলাকার ওয়াজেদ মুহুরীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী তাকে গুলি করে।
স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে গিয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান।
পরে তাকে খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সিরাজুলের পায়ে গুলি লেগেছে। কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয় খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।