রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকে অনাকাঙ্ক্ষিত বলছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ঘটনা তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল কাজ করছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রসচিব।
কক্সবাজার বিমানবন্দর থেকে বেরিয়ে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এসব জানান মাসুদ বিন মোমেন। বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে এখানে এসেছেন তিনি।
পররাষ্ট্রসচিবের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। নিজ অফিসে অস্ত্রধারীরা তাকে পাঁচ রাউন্ড গুলি করে।
এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ উখিয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড চলছে।