বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের আবারও ধাক্কাধাক্কি

  •    
  • ৮ অক্টোবর, ২০২১ ১৬:৩৯

ভারত-চীন সীমান্ত আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা নেই। এ জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখার ধারণা নিয়ে দুই দেশের মতপার্থক্য রয়েছে।

লাদাখ ও উত্তরাখন্ডের পর এবার অরুণাচল প্রদেশের সীমান্তে মুখোমুখি হয়েছে ভারতীয় ও চীনা সৈন্যরা। পরে তাদের মধ্যে সামান্য ঝগড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গত সপ্তাহে তিব্বত হয়ে প্রায় ২০০ চীনা সৈন্য অরুণাচলের তাওয়াং সেক্টরের ইয়াংস্তি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র বলছে, চীনা সৈন্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের দিকে এসেছিল। এ সময় দুই পক্ষের মধ্যে বাদানুবাদ কয়েক ঘণ্টা স্থায়ী হয় এবং বিদ্যমান প্রটোকল অনুযায়ী বিষয়টির সমাধান হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে, ‘পুরো শক্তি’ নিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে টহল দিচ্ছিল চীনা সৈন্যরা। সে সময়ে ওই এলাকা দিয়েই রুটিন টহলদারিতে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। হঠাৎই দুই পক্ষের মুখোমুখি দেখা হয়ে যায়।

ভারতীয় প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সাময়িকভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এমনকি দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদও চলে বেশ কিছুক্ষণ। কয়েকজন ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন। তবে ভারত ও চীনের সেনা কমান্ডাররা দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

সীমান্তের ওই এলাকায় দুই পক্ষই রুটিন টহলদারি চালায়। তবে কোনোভাবে তারা মুখোমুখি হয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এলাকাটিতে দুই দেশের সেনাদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য নির্দিষ্ট প্রটোকল রয়েছে। দুই পক্ষই সেই প্রটোকল মেনে চলে।

এ ব্যাপারে প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ভারত-চীন সীমান্ত আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা নেই। এ জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখার ধারণা নিয়ে দুই দেশের মতপার্থক্য রয়েছে। তবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই অঞ্চলে শান্তির পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। এ ছাড়াও দুই দেশের একাধিক চুক্তির মাধ্যমেও শান্তির পরিবেশ অক্ষুণ্ন রাখা হচ্ছে।

সরকারি কর্তারা আরও জানিয়েছেন, তাওয়াংয়ে টহলরত দুই পক্ষের সেনার একেবারে মুখোমখি হয়ে যাওয়ার ঘটনা বহুদিন পর ঘটেছে। এর আগে ২০১৬ সালে একই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল।

কিছুদিনের মধ্যেই পূর্ব লাদাখে ভারত ও চীনা সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম আলোচনা হতে চলেছে। সেই আলোচনায় তাওয়াংয়ের ঘটনার উল্লেখ হতে পারে।

এ বিভাগের আরো খবর