ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার রাতে তাদের দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়।
হরিপুর উপজেলার ছয় ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন ১ নম্বর গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ, ২ নম্বর আমগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার এবং ৩ নম্বর বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা।
এ ছাড়া ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাশ, হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম দলের মনোনয়ন পেয়েছেন।
রানীশংকৈল উপজেলার পাঁচটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ধর্মগড় ইউনিয়নে আবু কাশেম, নেকমরদ ইউনিয়নে হামিদুর রহমান, লেহেম্বা ইউনিয়নে আবুল কালাম, রাতোর ইউনিয়নে শরৎ চন্দ্র ও কাশিপুর ইউনিয়নে আতিকুর রহমান।
ঠাকুরগাঁওয়ের এসব ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম নেয়ার পর জেলা কমিটি তাদের তালিকা দলের উচ্চপর্যায়ে পাঠায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার ওই ১১ প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করে।
তফসিল অনুযায়ী, দুই উপজেলায় ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, বাছাইয়ের তারিখ ২০ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৬ অক্টোবর।
জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, এই ১১ ইউনিয়নে ভোট হবে ১১ নভেম্বর।