বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের জানালার বাইরে রেখে হাত খোয়ালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

  •    
  • ৮ অক্টোবর, ২০২১ ১৪:৩৫

ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী নিউজবাংলাকে জানান, মোরশেদ ময়মনসিংহ থেকে আদিল পরিবহনের বাসে শেরপুর যাচ্ছিলেন। তার ডান হাত জানালার বাইরে ছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাশাটি এলাকায় শেরপুর থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় হাতটি বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়।

ময়মনসিংহের ফুলপুরে বাসের জানালার বাইরে হাত রেখে ট্রাকের ধাক্কায় তা খোয়ালেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী শিক্ষক। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শুক্রবার ভোরে তার অস্ত্রোপচার হয়েছে।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আহত হাসান মোরশেদ বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। তার বাড়ি শেরপুর শহরের চকপাঠক মহল্লায়।

উপাচার্য বলেন, বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে বাকৃবির সহকারী অধ্যাপক হাসান মোরশেদ আলীর অস্ত্রোপচার শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলার পর ভোরে তা শেষ হয়। তবে হাতের বিচ্ছিন্ন অংশটি যুক্ত করা সম্ভব হয়নি।

ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী নিউজবাংলাকে জানান, মোরশেদ ময়মনসিংহ থেকে আদিল পরিবহনের বাসে শেরপুর যাচ্ছিলেন। তার ডান হাত জানালার বাইরে ছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাশাটি এলাকায় শেরপুর থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় হাতটি বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়।

বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে চালক পালিয়ে যান। বাসের যাত্রীরা মোরশেদকে সেখানে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে রাতেই তাকে অস্ত্রোপচারের জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করতে আসেনি।

এ বিভাগের আরো খবর