বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসিএসের মাধ্যমে সরকারের রাজস্ব জমা নিচ্ছে পদ্মা ব্যাংক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ অক্টোবর, ২০২১ ২২:৪০

ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, ‘সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত এগিয়ে এসে এই চুক্তি সম্পন্ন করল পদ্মা ব্যাংক। এতে কর ও ফি প্রদানে করদাতা এবং সাধারণ নাগরিকরা হাতের নাগালে দ্রুত সেবা নিতে পারবেন। এই সেবা সঠিকভাবে দেয়ার মাধ্যমে পদ্মা ব্যাংক তার সুনাম বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হবে।’

পদ্মা ব্যাংক অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ব্যাংকটির সব শাখা পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স ও সরকারি অন্যান্য ফি জমাসংক্রান্ত সেবা দেবে।

অর্থাৎ পদ্মা ব্যাংকের এসিএস সেবার মাধ্যমে এখন সরকারি রাজস্ব বা কর পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

পদ্মা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে এই চুক্তি সই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ম্যানেজার ফোরকান হোসেন এবং পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এহসান খসরু চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার।

এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তরিকুল ইসলাম, পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন, ভিপি ও হেড অব এফএডি অ্যান্ড ট্রেজারি ফারজানা ইয়াসমিন এফসিএ, ভিপি ও ডেপুটি হেড অব আইসিটি মোশাররফ হোসেন খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে এখন থেকে সারা দেশে বিস্তৃত পদ্মা ব্যাংকের শাখা ও এজেন্ট পয়েন্টের মাধ্যমে খুব সহজে সরকারের কোষাগারে ভ্যাট, ট্যাক্সসহ অন্যান্য রাজস্ব এবং বিভিন্ন সরকারি সেবার ফি জমা দেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, ‘সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত এগিয়ে এসে এই চুক্তি সম্পন্ন করল পদ্মা ব্যাংক। এতে কর ও ফি প্রদানে করদাতা এবং সাধারণ নাগরিকরা হাতের নাগালে দ্রুত সেবা নিতে পারবেন। এই সেবা সঠিকভাবে দেয়ার মাধ্যমে পদ্মা ব্যাংক তার সুনাম বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হবে।’

গ্রাহকদের এমন সেবা প্রদানের সুন্দর সুযোগ করে দেয়ায় জন্য কেন্দ্রীয় ব্যাংককে ধন্যবাদ জানান পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।

তিনি বলেন, ‘এই সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে পদ্মা ব্যাংক।’

এ বিভাগের আরো খবর