যশোরে স্ত্রী হত্যা মামলার ৯ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
যশোরের জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। একই সঙ্গে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইদ্রিস আলী।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তার বাড়ি বাঘারপাড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের আবদুর রশিদের মেয়ে তারা বেগমের সঙ্গে বিয়ে হয় মনিরুলের। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকে মনিরুল মারধর করতেন তারা বেগমকে।
২০১২ সালের ৪ সেপ্টেম্বর তারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বাড়ির পেছনের বাগানে তার মরদেহ মাটিচাপা দেয়া হয়।
৮ সেপ্টেম্বর তারা বেগমের মা সবুরা খাতুন মেয়ের খোঁজ করতে গিয়ে মরদেহের সন্ধান পান। পরে তারা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই মনিরুলের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন সবুরা। পরে ওই মামলায় গ্রেপ্তার করা হয় মনিরুলকে। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন।
দীর্ঘদিন সাক্ষ্য নেয়া শেষে বৃহস্পতিবার মনিরুলের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।