বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজত নেতারা মন্ত্রীর প্রশ্রয় পান: এমপি মোকতাদির

  •    
  • ৭ অক্টোবর, ২০২১ ২০:১৬

সাংসদ মোকতাদির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় এবার হেফাজতের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করেছে। দিনটিতে তারা নাকি কোরআন খতম দিয়েছে। আসলে এগুলো মিথ্যা কথা। তাদের দিবসটি পালন করার কারণ হচ্ছে, জাকাতের টাকা এবার মাদ্রাসায় কম উঠেছে। সদকা-লিল্লার টাকা গিয়েছে মাদ্রাসায়। ভবিষ্যতের কথা চিন্তা কইরা তারা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করেছে।’

ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত নেতারা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রী, সেই মন্ত্রীর প্রশ্রয় পান।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জাতীয় শ্রমিক দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এমপি মোকতাদির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন হেফাজত নেতাদের নির্দেশে চলে। হেফাজত যা বলে তাই করে তারা। জেলার আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী কোনো কাজের নয়। তারা হচ্ছে হেফাজতের দাস। তা না হলে আসামি যারা রয়েছে, এখনও গ্রেপ্তার হয়নি কেন?

‘আমি প্রকাশ্যে বলছি, কেউ আইসা আমাকে চ্যালেঞ্জ করুক আমি মিথ্যা বলছি। ডিসি-এসপি তো আপনাদের সঙ্গেই আছেন। তারা তো আপনাদের কথায় কাজ করে। আমি রাজি আছি তাদের সামনে বইসা এ কথা বলতে।’সদর-৩ আসনের সংসদ সদস্য বলেন, ‘কিছুদিন আগে শুনলাম সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহরা আমার রোগমুক্তির জন্য দোয়া করছেন। আসলে কি রোগমুক্তির জন্য দোয়া করছেন নাকি মৃত্যুর জন্য দোয়া করছেন। তারা মিথ্যা কথা বলেন, হেফাজতের কোনো নেতাদের আমি বিশ্বাস করি না। অল আর লায়ারস্। তাদের মধ্যে কোনো অনুতাপ নাই।‘জেলায় ছয়জন এমপি আছেন, মহিলা এমপি আছেন কয়েকজন। একজন এমপি, মন্ত্রীরও হেফাজতের নিন্দা প্রকাশ পায়নি। তাই আমি একজন ব্যর্থ এমপি ও একজন ব্যর্থ আওয়ামী লীগ কর্মী হিসেবে বিদায় নেব। হেফাজতরা এসে সবকিছু পুড়িয়ে দিল। আপনার কেউই কোনো কথা বললেন না। শেখ মুজিবুর রহমানের জন্য সবাই জীবন দিতে প্রস্তুত, কিন্তু বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙেছে। আপনি কী করেছেন বা আমি কী করেছি! তাই হইহই রইরই করে কোনো লাভ নাই।’সাংসদ মোকতাদির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় এবার হেফাজতের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করেছে। দিনটিতে তারা নাকি কোরআন খতম দিয়েছে। আসলে এগুলো মিথ্যা কথা। তাদের দিবসটি পালন করার কারণ হচ্ছে, জাকাতের টাকা এবার মাদ্রাসায় কম উঠেছে। সদকা-লিল্লার টাকা গিয়েছে মাদ্রাসায়। ভবিষ্যতের কথা চিন্তা কইরা তারা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করেছে।’সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান খান বাবুল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারসহ জেলা শ্রমিক লীগের নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো খবর