ভারতে বিভিন্ন সময়ে পাচার হওয়া ২০ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরেছে।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ভারতের কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার (রাজনৈতিক) শামীমা ইয়াসমিন স্মৃতি বিষয়টি নিশ্চিত করেন।
ওই ২০ জনের মধ্যে ৯ জন ছেলে ও ১১ জন মেয়ে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের বাড়ি নারায়ণগঞ্জ, শেরপুর, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরিশাল জেলায়।
মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন নিউজবাংলাকে জানান, ২ থেকে ৩ বছর আগে ভালো কাজের সুযোগ দেয়ার কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে। সেখানে তাদের দিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়।
ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাদের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শেল্টার হোমে রাখা হয়। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারা বাংলাদেশি কি না, তা যাচাই করে সকল প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।