বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির হামজা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলায় গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশু তাওহিদ ওই এলাকার নাহিদ মোল্লার একমাত্র ছেলে। তিনি একজন মাইক্রোচালক।
ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মো. দাউদুজ্জামান জানান, বেলা আড়াইটার দিকে খেলাধুলা করতে গিয়ে তাওহিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির হামজা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।