কলাবাগান থানায় করা মানিলন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (নিরস্ত্র) সোহানুর রহমান আসামি আল আমিনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের হেফাজতে নিতে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির দিন বৃহস্পতিবার ঠিক করেন।
শুনানির সময় এদিন আল আমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফ সাফায়েত হোসেন।
৩ অক্টোবর রাতে রমনা এলাকা থেকে আল আমিন ও তার স্ত্রী সারমীন আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির নামে ই-কমার্স ব্যবসার আড়ালে অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আয় করতেন। চটকদার বিজ্ঞাপন ও প্রচার করে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছেন। একই সঙ্গে তারা কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন।
২৬ আগস্ট কলাবাগান থানায় মামলাটি করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) নাফিজুর রহমান।