রাজবাড়ী সদরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পদ্মা নদীর উড়াকান্দা এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ জরিমানা করা হয়।
ব্যবসায়ী তাজুল খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বালু উত্তোলনকারী ড্রেজার অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশে এ অভিযান চালানো হয়। একজনকে জরিমানা করে ড্রেজার নষ্ট করে দিয়েছি।’
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও তার দল।