পর্যটন নগরী কক্সবাজারকে আকাশপথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বললেন, এর অংশ হিসেবে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়েছে।
কক্সবাজারের হোটেল শৈবালে বৃহস্পতিবার বিমানের সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট উদ্বোধনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারকে আকাশপথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। সিলেট-কক্সবাজার রুটে আগে থেকেই বিমানের সরাসরি ফ্লাইট চালু রয়েছে।
‘সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজার আসতে পারবেন এবং কক্সবাজারের পর্যটকরা উত্তরবঙ্গের দর্শনীয় স্থান দেখতে সেখানে সহজে যাতায়াত করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিক ও তারুণ্যদীপ্ত বহরের উড়োজাহাজে ভ্রমণ করে যাত্রীরা এই সেবা গ্রহণ করবেন।’
মাহবুব আলী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজারকে ভালবাসতেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, নৌবাহিনীর সাবমেরিন স্টেশন নির্মাণ, মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ, চারটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, তিনটি পর্যটন পার্ক ও একটি বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনসহ কক্সবাজারকে তুলে ধরার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন তিনি।’
পর্যটনের প্রসারের লক্ষ্যে ভবিষ্যতে সোনাদিয়া ও কুতুবদিয়া দ্বীপেও পর্যটন সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান মাহবুব আলী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এখন থেকে প্রতি বৃহম্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে।
এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম এয়ারলাইনস হিসেবে সৈয়দপুর থেকে কক্সবাজারে ফ্লাইট চালু করে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস।