এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ দিচ্ছে সরকার।
এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা।
এতে বলা হয়, ‘জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।’
অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএর কার্যক্রমে স্থবিরতা ছিল। ফলে মোটরযানের কাগজপত্র হালনাগাদ করা এবং ড্রাইভিং লাইসেন্সের কার্ড প্রিন্টিং প্রক্রিয়া অনেকটাই থমকে ছিল।