ভোলার লালমোহনে বাড়ির সামনের গাছ থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রাম থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. সাকিবের বয়স ২১ বছর।
সাকিবের পরিবারের বরাতে পুলিশ জানায়, তারা সবাই রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৬টার দিকে উঠে ঘরের দরজা খোলা পান। এরপর বাড়ির সামনের একটি গাছে সাকিবের পা বাঁধা ঝুলন্ত মরদেহ দেখেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পরিবার থেকে দাবি করা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাকিবকে হত্যা করা হয়েছে। তবে তারা এখনও কোনো মামলা করেননি।