বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আসুন গণ-আন্দোলন সৃষ্টি করি: ফখরুল

  •    
  • ৭ অক্টোবর, ২০২১ ১৪:১৮

বিএনপির মহাসচিব বলেন, ‘আসেন আমরা গণ-আন্দোলন সৃষ্টি করি। বিনা নির্বাচনের সরকারকে সরিয়ে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি করি৷ আমাদের নেতা যিনি আজকে নির্বাসিত আছেন তাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনি। দেশকে মুক্ত করি।’

আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশকে ‘মুক্ত করতে’ দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গণ-আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স (এ্যাব) আয়োজিত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মরণসভায় অংশ নিয়ে তিনি কথা বলেন।

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী ও তাঁবেদার মন্তব্য করে তাদের হটাতে অন্যান্য রাজনৈতিক দলেরও সহযোগিতা চাইলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘এটা একা বিএনপির কোনো সংগ্রাম নয়। এটা বাংলাদেশের সমগ্র জাতির সংকট। এটা থেকে উদ্ধার পেতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি তো আছে। সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল বা ব্যক্তি আছে, সামাজিক দল আছে- সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কোনো দ্বিমত নেই।

‘আসেন আমরা গণ-আন্দোলন সৃষ্টি করি। বিনা নির্বাচনের সরকারকে সরিয়ে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্তি করি৷ আমাদের নেতা যিনি আজকে নির্বাসিত আছেন তাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনি। দেশকে মুক্ত করি।’

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগ নেতার এক কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ওই হলেরই আবাসিক ছাত্র আবরারকে। ছাত্রলীগের ওই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। জড়িতদের শাস্তির দাবিতে গড়ে উঠে দুর্বার আন্দোলন।

ওই ছাত্র আন্দোলনের বিষয়টি স্মরণ করে আফসোসের সুরে মির্জা ফখরুল বলেন, ‘সেদিন যে তরুণ সমাজ আবরার হত্যায় ফুঁসে উঠেছিল দুঃখজনকভাবে আজকে তাদের কোনো কর্মসূচি আমি অন্তত দেখলাম না। পরিবর্তন আসে সব সময় তরুণ ও যুবকদের মাধ্যমে। দুর্ভাগ্যজনক যে আমরা বাংলাদেশ তরুণ যুবকদের সামনে দেখতে পাচ্ছি না।’

আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আবরার হত্যা এই দেশের সামগ্রিক যে সংকট, সেই সংকটের একটা প্রতিচ্ছবি। বহু আবরার হত্যা হয়েছে। অনেক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এটা একটি সুদূরপ্রসারী আধিপত্যবাদী চক্রান্ত।’

তবে এ দেশের মানুষকে কখনও পরাজিত করা যাবে না, মন্তব্য করে আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তাদের সরে যেতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।

‘কনক সারোয়ার এই সরকারের অত্যাচারে নির্যাতিত হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। সেখানে তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ প্রকাশ করায় এখানে তার বোনকে তুলে নেয়া হয়েছে। যার বোনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি একজন গৃহিণী। এই সরকার ভয়াবহ প্রতিশোধপরায়ণ সরকার। এটা কিন্তু নতুন নয়। একইভাবে তারা রোজিনা ইসলামের ওপর অত্যাচার চালিয়েছে। আমাদের অনেক নেতাকে এমন একই কায়দায় নির্যাতন করেছে।’

এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, ‘এ দেশের হাজার হাজার বিএনপি নেতা, সাধারণ জনতা সরকার দ্বারা গুম ও খুনের শিকার। কিন্তু আমরা জাতি হিসেবে আজ নির্জীব হয়ে গেছি। এই জাতিকে আবার পুনর্জীবিত করতে দায়িত্ব নিতে হবে বিএনপির।’

এ বিভাগের আরো খবর