মাদারীপুরের রাজৈরে যাত্রীবেশে উঠে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের সময় আটক হয়েছেন দুইজন। স্থানীয়দের পিটুনিতে আহত হয়ে তাদের একজন হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায়।
রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আটক দুইজন হলেন মো. হৃদয় ও শারমিন আক্তার। এর মধ্যে পিটুনিতে আহত হৃদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। আর শারমিন পুলিশ হেফাজতে আছেন।
জিজ্ঞাসাবাদে শারমিন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন এসআই নাজমুল।
তার স্বীকারোক্তি ও স্থানীয়দের বরাতে এসআই বলেন, স্ত্রী পরিচয়ে শারমিনকে নিয়ে সদর উপজেলার চরমস্তফাপুর থেকে অটোরিকশা ভাড়া নেন হৃদয়। সেখান থেকে টেকেরহাটের দিকে রওনা হন। পথে কুমার নদ এলাকায় অটোরিকশা থামিয়ে চালককে মিষ্টি খেতে দেন তারা।
ওই মিষ্টি খেয়ে চালক অচেতন হয়ে পড়লে তাকে সেখানে ফেলে অটো নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন হৃদয় ও শারমিন। স্থানীয়রা সন্দেহের জেরে তাদের আটকে হৃদয়কে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের দুইজনকে আটক করে।
সেখান থেকে উদ্ধার করা হয় অটোচালককেও। পরে তাকে ও হৃদয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়।
এসআই নাজমুল আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিজেকে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন শারমিন। তার বাড়ি রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামে। আরও জিজ্ঞাসাবাদ করে চক্রের সবাইকে ধরতে চেষ্টা করছি।’