বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগের রাজনীতি হারিয়ে যাচ্ছে: জিএম কাদের

  •    
  • ৭ অক্টোবর, ২০২১ ১১:০৫

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি সম্প্রতি আরেকটি জিনিস খেয়াল করছি যে, আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে বা নির্বাচনে প্রতিযোগিতা করার সক্ষমতা হারিয়ে ফেলছে। শুধু সরকারি দল ও তাদের বিদ্রোহীরাই এখন নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষকে মাঠে নামতে দেয়া হচ্ছে না।’

গোলাম মোহাম্মদ কাদের যিনি জিএম কাদের নামে অধিক পরিচিত। বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতাও।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলের হাল ধরেন ২০১৯ সালে। দল ও দেশের বর্তমান রাজনীতি নিয়ে তিনি সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন নিউজবাংলার সঙ্গে।

সংসদে আপনারা এখন প্রধান বিরোধী দল। দেশের রাজনীতিতে জাতীয় পার্টির যে অবস্থান তাতে কি আপনি খুশি?

হ্যাঁ, খুশি। খুশি না হওয়ার মতো কোনো অবস্থা ঘটেনি। রাজনীতি করলে চড়াই-উতরাই থাকবেই। একে স্বাভাবিক হিসেবেই ধরে নিতে হবে।

রাজনীতি সব সময় সরল অনুপাতে চলে না। রাজনীতিকে কুসুমাস্তীর্ণ পথ ভাবারও অবকাশ নেই। রাজনীতিতে নীতি যেমন আছে, অপরাজনীতি আছে, দুর্নীতি আছে, সংঘাত আছে, ষড়যন্ত্র আছে। রাজনীতিতে সব ধরনের এলিমেন্টন্স নিয়েই রাজনীতি। এ বিষয়টিকে গ্রহণ করেই আমাদের রাজনীতি করতে হয়।

আপনি একাধিকবার বিভিন্ন সভায় জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দল হওয়ার কথা বলেছেন। হতে পেরেছেন কি?

সংবিধান অনুযায়ী সত্যিকার অর্থে সংসদ, যেটাকে বিরোধী দলের প্রধান চারণভূমি বলা যায়, সে জিনিসটির অভাব আছে। আমার বিশ্লেষণ অনুযায়ী সংবিধানে যে শাসনব্যবস্থার কথা বলা আছে, সেটিকে সংসদীয় গণতন্ত্র বলা যায় না। গণতন্ত্রও বলা যায় কি না, তা নিয়েও আমার সন্দেহ আছে।

সংবিধান অনুযায়ী গণতন্ত্রের চর্চার অবকাশ শূন্যের পর্যায়ে বলা যায়। বিরোধী দল হিসেবে আমরা জনসমক্ষে কিছু সমস্যা তুলে ধরা, জনগণের কথা বলা… সেটি বলি। সরকারের শোনা-না শোনা তাদের নিজস্ব বিষয়। সরকারের কোনো জবাবদিহি করার সুযোগ কিংবা সুবিধা সংসদে নেই।

ফলে প্রকৃত আর অপ্রকৃত যেই হোক, যখনই যে ছিল, যেভাবেই ছিল তারা কেউই কার্যকরভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি। আমরা এর মাঝখান থেকে যতটুকু সম্ভব সেভাবে চেষ্টা করে যাচ্ছি।

সংসদের বাইরে বিরোধীদের আন্দোলন গড়ে তোলার বিষয়টিও এখন একটু সমস্যা হয়ে গেছে। ২০১৩-১৪ সালের পর এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সাধারণ মানুষ মনে করছে, আন্দোলন খারাপ জিনিস। এতে সাধারণ মানুষের লাভের কোনো কিছু হয় না।

১৩-১৪ সালের পর থেকে মোটামুটিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, এখানে দেশ অচল হয়ে গেলেও সরকার পতন হবে না। ফলে সংসদের বাইরে যেটাকে বিরোধীদলীয় রাজনীতি বলার চেষ্টা করা হয়, সেই রাজনীতির পরিবেশও অবর্তমান।

আপনি দলকে বারবার শক্তিশালী করার কথা বলছেন। কিন্তু উপনির্বাচনসহ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে দেখা গেল, আপনার প্রার্থীরা রণেভঙ্গ দিচ্ছেন।

সব ক্ষেত্রে সরে দাঁড়ায়নি। এ ক্ষেত্রে দলের কৌশল হলো- যুদ্ধের ময়দানে থাকতে হবে, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। জয়-পরাজয় আল্লাহর হাতে। যে জিনিসটি হয়েছে, যারা সরে দাঁড়িয়েছে, তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের ওপর নানা ধরনের সন্ত্রাস থেকে শুরু করে চাপ এবং অন্যান্য লোভ-লালসা দেখিয়ে তাদের নির্বাচনের মাঠ থেকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ জন্য তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

শেষ পর্যন্ত টিকে গেলে অনেক ক্ষেত্রে মামলাও দেয়া হচ্ছে। তাদের বাড়িঘরে, আত্মীয়স্বজনের ওপরে, সমর্থকদের ওপরে সশস্ত্র আক্রমণ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এ রকমও অভিযোগ পেয়েছি যে, প্রশাসনও তাদের সঙ্গে জড়িত ছিল।

সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে, নির্বাচনের যে ফলাফল ও পরিস্থিতি সেটা সত্যিকার অর্থে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হচ্ছে না।

নির্বাচনে নির্বাচন কমিশনের যে ভূমিকা পালন করার কথা ছিল, সেই ভূমিকা আমরা দেখছি না, দৃশ্যমান নয়। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন দেখছি না, এবং জনগণ, রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে পড়ছে।

আমি সম্প্রতি আকেটি জিনিস খেয়াল করছি যে, আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে বা নির্বাচনে প্রতিযোগিতা করার সক্ষমতা হারিয়ে ফেলছে। শুধু সরকারি দল ও তাদের বিদ্রোহীরাই এখন নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষকে মাঠে নামতে দেয়া হচ্ছে না।

যদি মানুষ আগে থেকে ধরে নেয় যে এ নির্বাচনে তার সমর্থন কোনো ভূমিকা রাখবে না, সেখানে নির্বাচনে যাওয়ার উৎসাহ মানুষ হারিয়ে ফেলে।

যারা ভোটার তারা ভোট দেয়ারও উৎসাহ হারিয়ে ফেলছেন। ফলে একদিকে রাজনৈতিক দলগুলো নেতা-কর্মী হারাচ্ছে, তাদের সংগঠন তৈরি করতে অসুবিধা হচ্ছে।

এতে করে আওয়ামী লীগসহ দেশের রাজনীতির সব দল রাজনীতির বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি যে, একপর্যায়ে এসে তারা একটা সাইনবোর্ডসর্বস্ব, নিবন্ধনসর্বস্ব, নেতাসর্বস্ব অস্তিত্ব নিয়ে দাঁড়াবে।

এ ক্ষেত্রে উত্তরণের উপায় কী বলে মনে করেন?

সেটা খুব সহজ নয়। সংবিধান অনুযায়ী আমরা যদি আইন করে নির্বাচন কমিশন গঠন করতে পারি, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে উনাদের কর্তৃত্ব নিশ্চিত করতে পারি, তাহলে একটা সমাধান হয়।

সরকারের বাইরে, সরকারের নির্দেশের বিরুদ্ধে হলেও তাদের সেটা শুনতে হবে। এটা আমাদের সংবিধানের বিধানে আছে। ফলে উনারা অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটা বডি হবেন। এ ধরনের যদি পরিস্থিতির সৃষ্টি করা যায়, তাহলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

এর বাইরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শুধু সরকার পরিবর্তনের একটি ব্যবস্থা। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দীর্ঘদিন দিতে পারে না। আমি মনে করি এই ব্যবস্থাটি অকার্যকর।

আপনি বলেছেন, আপনারা সব নির্বাচনে অংশ নেবেন। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু কোথাও তো ভালো ফলাফল দেখা যাচ্ছে না। এমনকি জাতীয় পার্টির দুর্গ বলা হতো যে এলাকা রংপুর, কুড়িগ্রামেও ভালো ফলাফল আসছে না। তাহলে কি দল ক্ষয়িষ্ণু হচ্ছে?

এটা বলার আগে বলতে হবে, নির্বাচন কি অবাধ-সুষ্ঠু হচ্ছে? জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে? যদি তাই হয় তাহলে আমরা ক্ষয়িষ্ণু হচ্ছি। আর এই মতামতের সঙ্গে যদি আপনি দ্বিমত প্রকাশ করেন তাহলে ক্ষয়িষ্ণু হচ্ছি না।

নির্বাচনব্যবস্থা যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলেই প্রকৃতভাবে আমাদের অবস্থানটা আমরা জানতে পারব, জনগণও জানতে পারবে। তবে আমরা মনে করি, আমাদের অবস্থান কোথাও খারাপ হয়নি।

আপনি বলেছেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। সাধারণ মানুষকে আকৃষ্ট করতে আপনার দল কি করেছে? ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কি না?

জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল বলেছি, তার দুটি কারণ। একটি হলো এখন যে রাজনীতিতে স্থবিরতা, বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে, তাতে বড় বড় অনেক নেতা, নামীদামি মানুষ রাজনীতিতে টিকে থাকতে পারছেন না।

আমরা ৯০-এর পর থেকে প্রায় ৩১ বছর ক্ষমতার বাইরে। এরশাদ সাহেবের মতো একজন টাওয়ারিং পারসোনালিটি, যার ভাবমূর্তি দেশে ও বিদেশে, সব কিছু মিলিয়ে তার অবদান, সারা দেশের মানুষ তাকে গ্রহণ করেছিল।

উনার অবর্তমানে এই দলটি টিকে থাকবে কি না, উনার সমকক্ষ কোনো নেতৃত্ব আসবে কি না, এমন সন্দেহ স্বাভাবিক ছিল। কিন্তু দেখা গেল সব দল তলিয়ে গেলেও এখন ৩টি দল মাঠপর্যায়ে আছে। তার মধ্যে জাতীয় পার্টি একটি।

যদিও জাতীয় পার্টিকে তিন নম্বর বলা যায়। এক কিংবা দুইয়ের ম্ধ্যে আমরা এখনও আসতে পারিনি। এখন মানুষের আমাদের ওপর সেই বিশ্বাস আছে।

আগামী নির্বাচনে কি আবার আওয়ামী লীগ-জাতীয় পার্টি জোট হচ্ছে, না আপনারা এককভাবে নির্বাচন করবেন?

নির্বাচনের এখনও দুই বছরের বেশি সময় আছে। নির্বাচনের আগে দেশের রাজনীতিতে অনেক মেরুকরণ হতে পারে। সুতরাং দুই বছর পর পরিস্থিতি কী হয় এখনও নিশ্চিত হতে পারছি না। তখনই আমরা হয়তো সিদ্ধান্ত নেব।

তবে তাত্ত্বিক কথা বলি, সেটা হলো- দল হিসেবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তিনটি দলই মধ্যপন্থি। আওয়ামী লীগ মধ্যপন্থি হলেও ওনাদের বামপন্থিদের সঙ্গে মিত্র হওয়ার একটা ঐতিহ্য আছে। সে জন্য ওনাদের মধ্য বাম ঘেঁষা মধ্যপন্থি দল বলা হয়।

বিএনপি এবং জাতীয় পার্টি ডান ঘেঁষা মধ্যপন্থী দল। বিএনপি ও জাতীয় পার্টি তৈরিই হয়েছে আওয়ামী লীগের কাউন্টারে। ফলে যেটা দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের ও বিএনপির সমর্থক গোষ্ঠী কিংবা ভোটব্যাংক প্রায় একই কোয়ালিটির।

আমরা একসঙ্গে হলে খুব বড় শক্তি। তবে সবচেয়ে বড় সমস্যা হয়, জাতীয় পার্টির অস্থিত্ব নিয়ে সংকট দেখা দিতে পারে, যেহেতু একই ধরনের মানসিকতা, আদর্শ নিয়ে দল করা হচ্ছে।

যে নেতৃত্ব সেখানে শক্তিশালী হবে, সে নেতৃত্বও দলের পুরো অংশকে নিয়ে নিতে পারে, দলের স্বকীয়তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আর আওয়ামী লীগের সঙ্গে জোট হলে আমাদের স্বকীয়তা বজায় রাখা সুবিধাজনক হয়। আর আওয়ামী লীগেরও একটা স্বার্থ থাকে। এ দুটি সমীকরণ আমাদের অতীত রাজনীতিতে কাজ করেছে। সামনে কী হবে এটা-সেটা আমি বলতে পারছি না।

বিএনপি তো আবার আন্দোলনে যাবার কথা বলছে। এই অবস্থায় আপনি কি আবার ২০১৩-১৪ সালের মতো সহিংস পরিস্থিতির আশঙ্কা দেখছেন? প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা হিসেবে সরকারের প্রতি কী পরামর্শ থাকবে আপনার?

বিএনপি তো অনেক দিন থেকে প্রোগ্রাম দিতে চাচ্ছে, চেষ্টা করছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, রাষ্ট্রযন্ত্রগুলোকে যেভাবে তৈরি করা হয়েছে, সেখানে খুব সহজ হবে না, এটা বলতে পারি আমি।

তারা আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলতে পারবে, পরবর্তীকালে সুবিধা পাবে- এমন সম্ভাবনা আমি কম দেখি। একেবারে শূন্য বলব না, তবে সম্ভাবনা কম।

সরকারের প্রতি পরামর্শ হলো- আমরা মনে করি, যেকোনো জায়গায় চরমপন্থা তখনই জয়লাভ করে যখন মানুষের মধ্যে হতাশার জায়গা বেশি থাকে। সাধারণ মানুষ যখন সাধারণ নিয়মতান্ত্রিকভাবে চলতে গিয়ে নানাভাবে বাধাগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত হয়, এই হতাশাটাই একপর্যায় এসে তারা চরমপন্থি হয় বা চরমপন্থিদের সমর্থক হয়।

বাংলাদেশে চরমপন্থার উত্থান স্বাধীনতা পরবর্তীকালে বামদের দ্বারা হয়েছিল। এখন আবার জামায়াত-হেফাজত মিলে একটি ডানপন্থি চরমপন্থার আশঙ্কা দেখা দেয়।

ভবিষ্যতে যদি এই সরকার এর সমাধান না করে তাহলে চরমপন্থার উত্থান হতে পারে। যেটা দেশের কারও জন্যই মঙ্গলজনক হবে না।

আমরা মনে করি, যদি মানুষের মধ্যে হতাশা থাকে তা থেকে তাদের মুক্তি দিতে হবে। না হলে দেশ চরমপন্থার দিকে এগিয়ে যেতে পারে।

এ বিভাগের আরো খবর