বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে পানিতে ডুবে দুই মৃত্যু

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ২২:৪৮

পানিতে ডুবে মারা গেছে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের দেলোয়ার হোসেনের ৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ এবং গাজীপুর মহানগরীর কাশিমপুরের সুরাবাড়ি এলাকার আজগর আলীর ১৬ বছর বয়সী ছেলে মো. মামুন।

গাজীপুরে আলাদা স্থানে পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।

মহানগরীর কাশিমপুর এবং কাপাসিয়া উপজেলায় বুধবার সকালে এ দুটি ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা গেছে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের দেলোয়ার হোসেনের ৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ এবং গাজীপুর মহানগরীর কাশিমপুরের সুরাবাড়ি এলাকার আজগর আলীর ১৬ বছর বয়সী ছেলে মো. মামুন।

শিশু মোহাম্মদের পরিবার জানায়, সকালে বাড়ির পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরছিল সে। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন স্বজনরা।

ডোবার পাশে পড়ে থাকা বড়শি দেখতে পেয়ে শিশুর বাবা দেলোয়ারসহ কয়েকজন প্রতিবেশী ডোবায় নেমে মোহাম্মদকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে ডোবায় ভাসা গাছের ডালের নিচ থেকে মোহাম্মদের নিথর দেহ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম সরকার নিউজবাংলাকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যায় শিশুটি।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে কাশিমপুরে খালে গোসলের সময় পানিতে তলিয়ে যায় কিশোর মামুন।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকালে বাড়ির পাশে রাজেন্দ্র খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় মামুন। এ সময় খালের পানিতে তলিয়ে যায় সে।

তিনি আরও জানান, বেলা ১টার দিকে মামুনকে উদ্ধারে অভিযান শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বেলা ৩টার দিকে খাল থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর