গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ চলছে। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১২১ জন চেয়ারম্যান পদপ্রত্যাশী।
এখন তারা দলের হাই কমান্ডের সঙ্গে লবিং করতে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। আর স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, ওপরের নির্দেশনা মোতাবেক দলীয় মনোনয়ন দেয়া হবে।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। স্থানীয় উপজেলা আওয়ামী লীগ গত ৩ ও ৪ অক্টোবর চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে নিয়েছে। এই উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য ১২১ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আবেদন করেছেন। এখন চলছে যাচাই-বাছাইয়ের কাজ। সংসদ সদস্যসহ দলের উচ্চপর্যায়ের নেতাদের নির্দেশনা অনুসারে দু-এক দিনের মধ্যে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, চেয়ারম্যান পদে মহেশপুর ইউনিয়ন থেকে ৭ জন, পারুলিয়া ইউনিয়ন থেকে ১১ জন, মাহমুদপুর ইউনিয়ন থেকে ৪ জন, সাজাইল ইউনিয়ন থেকে ৭ জন, কাশিয়ানী ইউনিয়ন থেকে ১১ জন, রাতইল ইউনিয়ন থেকে ৯ জন, ফুকরা ইউনিয়ন থেকে ৫ জন, ওড়াকান্দি ইউনিয়ন থেকে ৯ জন, রাজপাট ইউনিয়ন থেকে ১০ জন, হাতিয়াড়া ইউনিয়ন থেকে ৭ জন, সিংগা ইউনিয়ন থেকে ৪ জন, বেথুড়ী ইউনিয়ন থেকে ১৭ জন, পুইশুর ইউনিয়ন থেকে ৭ জন ও নিজামকান্দি ইউনিয়ন থেকে ১৩ জন মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন। তারা সবাই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘এমপির নির্দেশ মোতাবেক দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। তবে মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দলের দুর্দিনে যারা অবদান রেখেছেন তারা মর্যাদা পাবেন। আগামী দু-এক দিনের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে।’