বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইক দুর্ঘটনা ঠেকাতে উদ্যোগী নীলফামারী পুলিশ

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ১৮:৪১

এসপি মোখলেছুর রহমান বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনা রোধ করতে চাই। এ জন্য ট্র্যাফিক আইন বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অধিক আরোহী না নেয়া, দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানো এবং অপ্রাপ্ত বয়স্কদের হাতে যেন মোটরসাইকেল তুলে দেয়া না হয় সে দিকে নজর রাখছে পুলিশ।’

মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এক মাসের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে নেমেছে নীলফামারী জেলা পুলিশ।

১ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম চার দিন মোটরসাইকেল চালকদের সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন করেন পুলিশ সদস্যরা। এ চার দিন কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়নি। যারা আইন মেনে চলেছেন তাদের চকলেট ও গোলাপ ফুল উপহার দেয়া হয়।

৫ অক্টোবর থেকে শুরু হয় আইনপ্রয়োগ। চালক ও যাত্রী দুজনের হেলমেট নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন ঠেকানো, নির্দিষ্ট গতিতে মোটরসাইকেল চালানো ও হেলমেটবিহীন চালকরা যেন পাম্প থেকে জ্বালানি না পায় তা নিশ্চিত করতে সড়কে তৎপর পুলিশের ৭৪টি বিট।

নীলফামারী সদর ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট রাশেদুল হাসান মণ্ডল নিউজবাংলাকে জানান, ৪ অক্টোবর পর্যন্ত সচেতনতামূলক নানা বার্তা দেয়া হয় চালকদের। ৫ অক্টোবর থেকে আইন প্রয়োগ শুরু হয়েছে।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনা আমাদের পঙ্গু করে দিচ্ছে, আমরা অহরহ প্রাণ হারাচ্ছি। এমন ঘটনা প্রতিদিনই ঘটছে কিন্তু সচেতন হচ্ছি না। হেলমেট ব্যবহার করছি না। এটা হতে পারে না।’

জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনা রোধ করতে চাই। এ জন্য ট্র্যাফিক আইন বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি অধিক আরোহী না নেয়া, দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানো এবং অপ্রাপ্ত বয়স্কদের হাতে যেন মোটরসাইকেল তুলে দেয়া না হয় সে দিকে নজর রাখছে পুলিশ।’

এ বিভাগের আরো খবর