বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইবতেদায়িতেও তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস বাড়ল

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ১৮:২০

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে. এম. রুহুল আমীন বলেন, নতুন রুটিন অনুযায়ী ইবতেদায়ির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন হবে। আগে তা একদিন ছিল।

প্রাথমিকের পর এবার ইবতেদায়ি পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস একদিনের পরিবর্তে সপ্তাহে দুই দিন হবে।

মঙ্গলবার রাতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে. এম. রুহুল আমীনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে. এম. রুহুল আমীন বলেন, নতুন রুটিন অনুযায়ী ইবতেদায়ির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন হবে। আগে তা একদিন ছিল।

নতুন রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহের শনি ও সোমবার ইবতেদায়ি তৃতীয় শ্রেণির এবং রোব ও বৃহস্পতিবার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে।

এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হচ্ছে। আর অন্যান্য শ্রেণির মধ্যে অষ্টম, নবম, তৃতীয়, চতুর্থ শ্রেণিতে দুই দিন এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের একদিন ক্লাসে আসতে বলা হয়েছে।

শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ রয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ বিভাগের আরো খবর