চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষে আগামী নভেম্বরে সশরীরে পাঠদান শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিউজবাংলাকে বুধবার দুপুরে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে সশরীরে পরীক্ষা চলছে। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলেই সশরীরে ক্লাস শুরু করা হবে।’
তিনি আরও বলেন, ‘এখনও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রভোস্টদের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়া হবে। এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘হলের বৈধ শিক্ষার্থী, যারা কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন তাদের হলে উঠতে দেয়া হবে।’
সীমিত পরিসরে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালুর সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।