বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল বৃহস্পতিবার

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ১৬:১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘সপ্তাহে দুইবার এই রুটে বিমান চলাচল করবে। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৫৩৮।’  

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু বৃহস্পতিবার। উদ্বোধনী ফ্লাইটটি এদিন সকাল ১০টায় সৈয়দপুর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।

রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সকাল ৯টায় এই রুটে ফ্লাইট চলাচল উদ্বোধন করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে বিজি-৫৯২ ফ্লাইটটি।

তিনি বলেন, ‘সপ্তাহে দুইবার এই রুটে বিমান চলাচল করবে। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৫৩৮।’

উদ্বোধনী ফ্লাইটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নীলফামারী জেলা ব্যবস্থাপক হারুন উর রশীদ জানান, উদ্বোধনী ফ্লাইট দুটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

এ বিভাগের আরো খবর