চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলোতে বুধবার বিকালে ইভিএম পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। ভোট হবে বৃহস্পতিবার।
প্রার্থীরা প্রচার শেষ করেছেন মঙ্গলবার।
চকবাজার ওয়ার্ডে সাত বারের নির্বাচিত কাউন্সিলর প্রবীণ রাজনীতিবিদ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই ওয়ার্ডের কাউন্সিলর হতে আওয়ামী লীগ ঘরানার প্রার্থী রয়েছেন ২০ জন। এর মধ্যে আবার পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের দুই নেতা আছেন। আরেকজন প্রার্থী বিএনপি ঘরানার।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী প্রার্থীদের পক্ষে কাজ করতে বহিরাগতদের আনাগোনা বেড়েছে চকবাজারে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট। জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন নজরদারির দায়িত্বে।
তিনি জানান, সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ সদস্য এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৮ জন। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ-র্যাবের একটি করে দল থাকবে।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ২১ প্রার্থীর মধ্যে চারজনের কর্মী-সমর্থকদের প্রতি বিশেষ নজরদারি থাকবে। ভোটকেন্দ্রের বাইরে জটলা যেন না হয় ও বহিরাগতরা যেন না আসে সেদিকে নজর থাকবে।
এরমধ্যে পুলিশের তালিকাভুক্ত দুই কিশোর গ্যাং লিডারের প্রতি বিশেষ নজর থাকবে।