বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কনকের বোনকে ১৪ দিনের রিমান্ডে চায় পুলিশ

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ১৫:৩৮

মাদকসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাই কনক সারোয়ারকে সাহায্য করতে বিদেশি চক্রের সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগ আছে নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে।

সাংবাদিক কনক সরোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার পৃথক দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বদরুল মিল্লাত আসামি রাকাকে আদালতে হাজির করেন। পরে সংশ্লিষ্ট থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিন এবং মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবং আরেক হাকিম নিভানা খায়ের জেসীর আদালতে মাদক মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ এসব তথ্য জানান।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।

র‌্যাব জানায়, বিদেশে অবস্থানকারী একটি ‘চক্র’ দেশে থাকা ‘এজেন্টদের যোগসাজশে’ ভার্চুয়ালি ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’ চালাচ্ছে। বিষয়টি নিজেদের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় বাহিনীটি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাই কনক সারোয়ারকে সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা, এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে।

এ বিভাগের আরো খবর