রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
কারওয়ান বাজারের প্রিন্স হোটেলের সামনে মঙ্গলবার রাত ৯টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।
নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তার বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারীদের বরাত দিয়ে তিনি জানান, প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা ওই যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। ওই সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়। সেখান থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।