প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকেটি ডট লিমিটেড এর পরিচালক রাকিবুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে ঢাকায় এনেছে।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান মঙ্গলবার রাতে এ তথ্য জানান।
সিআইডি জানায়, ই-কমার্স সাইট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ২৪ টিকেটি ডট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি অনেক টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ৩ অক্টোবর মুসা মিয়া নামের একজন মামলা করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাকিবুলসহ ছয় জনের নাম উল্লেখ আছে। মামলায় অজ্ঞাতপরিচয়ের আসামি রয়েছেন আরও ১০-১৫ জন।
এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সিআইডি কর্মকর্তা আজাদ রহমান।
অনলাইনে এয়ারলাইনস টিকিট বিক্রিসহ বিভিন্ন সেবার নামে প্রতারণার পর ২৪ টিকেটি ডটকম নামে একটি প্রতিষ্ঠান দুই বছর আগে লাপাত্তা হয়ে যায়। প্রতিষ্ঠানটি গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে। প্রায় অভিন্ন নামের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসার এ প্রতিষ্ঠানের সঙ্গে রাকিবুল হাসানের সম্পর্ক যাচাই করছে সিআইডি।
সিআইডি বলছে, ইভ্যালি, ই-অরেঞ্জ, নিরাপদ ডটকম, রিং আইডিসহ বেশ কিছু ই-কমার্স সাইটের মতো গ্রাহকদের টাকা আত্মসাতের জন্য পরিকল্পনা নিয়েছিল ২৪ টিকেটি ডট লিমিটেড। তাদের ব্যবসার বৈধ কাগজপত্র নেই। প্রতারণায় জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ের পর ব্যবস্থা নেয়া হচ্ছে। ই-কমার্সভিত্তিক আরও কিছু প্রতিষ্ঠান নজরদারিতে আছে।