বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলনবিল থেকে উদ্ধার ৫০টি বক

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ২২:০৬

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে চলনবিলের দুর্গম এলাকায় যাই আমরা। এ সময় গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা দুর্গম বিল এলাকায় ধানক্ষেতে কলা ও খেজুর পাতা দিয়ে তৈরি বিশেষ পাখি ধরার ফাঁদ জব্দ করি। ফাঁদে আটকে পড়া ৫০টি বক উদ্ধার করি আমরা।’

নাটোরের চলনবিল-অধ্যুষিত সিংড়ার তিনটি বিল এলাকার ধানক্ষেত থেকে ৫০টি বক উদ্ধার করা হয়েছে।

উপজেলার গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলের ধানক্ষেত থেকে মঙ্গলবার ভোর ৬টার দিকে বকগুলো উদ্ধার করা হয়।

এ সময় পাখি ধরার ৩০টি ফাঁদ জব্দ ও ছয় শিকারিকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কর্মীরা।

কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে চলনবিলের দুর্গম এলাকায় যাই আমরা। এ সময় গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা দুর্গম বিল এলাকায় ধানক্ষেতে কলা ও খেজুর পাতা দিয়ে তৈরি বিশেষ পাখি ধরার ফাঁদ জব্দ করি। ফাঁদে আটকে পড়া ৫০টি বক উদ্ধার করি আমরা।’

তিনি জানান, ছয় শিকারিকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পাখি শিকারিদের প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান। ওই ছয়জন আর কখনও পাখি শিকার করবেন না বলে মুচলেকাও দিয়েছেন।

অভিযানে উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহসভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী কুরবান আলীসহ অনেকে।

পরে পাখি ধরার ৩০টি ফাঁদ নষ্ট করা হয়। চলনবিল গেট এলাকায় উদ্ধার করা বকগুলো অবমুক্ত করা হয়।

এ বিভাগের আরো খবর