ইউএনও পরিমল জানান, মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে একটি চক্র তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করেন।
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও পরিমল। তার ফেসবুক আইডি থেকে এ বিষয়ে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।
ইউএনও পরিমল জানান, মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে একটি চক্র তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করেন।
বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন তিনি।
এসব লেনদেনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কেউ ইউএনওর নামে টাকা চাইলে দ্রুত প্রশাসনকে জানান।